শিল্পপতির বাড়িতে আয়কর হানা

শিল্পপতির বাড়িতে আয়কর হানা

কৌশিক মুখার্জী: কুলটি:-

শিল্পপতির বাড়িতে সকাল থেকেই চলছে আয়কর দপ্তরের হানা।আসানসোলের কুলটি বিধানসভা অন্তর্গত বরাকর হনুমান চড়ায় স্থিত শিল্পপতি গোপাল সিঙ্গলের আয়কর দপ্তরের অভিযান দেখা যায়।এদিন শিল্পপতির বাড়ির গেট বন্ধ এবং বাড়ির সামনে দেখা যায় আয়কর দপ্তরের কয়েকটি গাড়ি। তাছাড়া রয়েছে কেন্দ্রীয় বাহিনী।খবর সূত্রে জানা যায় গোপাল সিঙ্গলের বেশ কয়েকটি কারখানা রয়েছে।এবং সুত্রের খবর ঝাড়খণ্ডে তার ঘনিষ্ঠের বাড়িতেও আয়কর দপ্তরের হানা চলছে। তবে কি কারনে আচমকা হানা আয়কর দপ্তরের তা এখনো জানা যায়নি।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )