ভাইরাস
কাকলি ভট্টাচার্য্য (কলকাতা)

ঝঞ্ঝা হয়ে এসেছিলে তুমি
উদ্দাম এক শ্রাবণে ,
আলগা হয়েছে শিকড় আমার
দুঃস্বপ্নের প্লাবনে।
ভাগাড়ের যত মৃতের গন্ধ
ছড়িয়ে পড়েছে বাতাসে,
চ্যাটচ্যাটে সব বিষাক্ত রস
জলোচ্ছাসে মিশেছে।
জীবনের ওই ঘিনঘিনে ঘা
খারের প্রলেপে পুড়ছে,
প্রেমের ক্ষততে বিকৃত মন
জীবাণুতে বসে খাচ্ছে।
ভালোবাসা এক মোহময়ী নাম,
আসলে ভাইরাস ভরা কেমিকেল,
শরীরে প্রবেশে বাড়বে যেনো
রক্তে জলের মিশেল।
এক ভাইরাস অনেক শরীর
রাসায়নিকের জ্বালা,
পচন ধরিয়ে তবেই সরবে ,
এ এক বিষক্রিয়ার খেলা।
ছড়িয়ে রেখো কীটনাশক
ওই হৃদয়ের ঠিক বাইপাসে,
প্রবেশ পথেই মরবে সে প্রেম ,
জাল বুনবে না আর ফুসফুসে।
CATEGORIES কবিতা

