
তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাপি হালদারের সমর্থনে জনসভার আয়োজন
রমেশ রায়: মথুরাপুর:- দক্ষিণ ২৪ পরগনা মথুরাপুর লোকসভা তপঃ লোকসভার তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বাপি হালদার রায়দিঘি কৃষ্ণচন্দপুর বিবেকানন্দ মাঠে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে বিরাট জনসভার আয়োজন করা হয়। রায়দিঘী কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুল মাঠে বিশাল বহু মানুষের জনসভায় আয়োজন করে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি ও মুখপাত্র জয়প্রকাশ মজুমদার, সোনাপুরের দক্ষিণ বিধায়িকা লাফলি মৈত্র, সুন্দরবন জেলার সভাপতি জয়দেব হালদার, দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সভাপতি শুভাশিস চক্রবর্তী,গায়ক জুনায়েদ খান সর্বভারতীয় তৃণমূল মুখপাত্র সুদিপ লাহা,আরো অনেক বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন।