গ্যাস ট্যাংকারের গাড়ির চাকার নিচে পড়ে মৃত্যু বাইক আরোহীর, আহত আরও একজন

গ্যাস ট্যাংকারের গাড়ির চাকার নিচে পড়ে মৃত্যু বাইক আরোহীর, আহত আরও একজন

কৌশিক মুখার্জী: কুলটি:- আসানসোলের কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ির অন্তর্গত পশ্চিম বাংলা ও ঝাড়খন্ড সীমানার ডুবুর্ডিহি চেকপোস্ট সংলগ্ন ১৯নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনা।জানা যায় একটি গ্যাস ট্যাংকার ও একটি মোটরবাইক ধানবাদ গামী রাস্তায় যাচ্ছিলো ডুবুর্ডিহি চেকপোস্ট সংলগ্ন জাতীয় সড়কে গ্যাস ট্যাংকার গাড়ির চাকার নিচে চলে আসে মোটরবাইকটি।মোটর বাইকে থাকা চালক সহ আরো একজন গুরুতর আহত হয়।ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আহত মোটর বাইকে থাকা দুজনকে চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায় পুলিশ।জানা যায় গ্যাসট্যাংকার টি ওভার টেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ঘটে এই পথ দুর্ঘটনাটি।আহত দের নাম বিকি কুমার ও রোহিত হাঁড়ি ।কুলটি থানার নিয়ামতপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।হাসপাতালে কতব্যরত চিকিৎসক বিকি কুমারকে মৃত ঘোষণা করে বলে জানা গেছে।পুলিশ ঘাতক গ্যাসট্যাংকার টি আটক করেছে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )