এটা রাজ্য সড়ক না কৃষিজমি বোঝা দায়, রাজ্য সড়কের অবস্থা কঙ্কালসার

এটা রাজ্য সড়ক না কৃষিজমি বোঝা দায়, রাজ্য সড়কের অবস্থা কঙ্কালসার

রক্তিম সিদ্ধান্ত: মুর্শিদাবাদ:-

মুর্শিদাবাদ জেলার সালার থানার অন্তর্গত সালার স্টেশন থেকে শুরু করে সালার দ্বিতীয় রেলগেট পর্যন্ত কান্দি কাটুয়া রাজ্য সড়কের প্রায় দু কিলোমিটারেরও বেশি রাস্তার অবস্থা কঙ্কালসার, রাস্তা দিয়ে যাতায়াত করতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে নিত্যযাত্রী থেকে শুরু করে পথ চলতি সাধারণ মানুষকে। কান্দি কাটোয়া রাজ্য সড়ক বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলাকে যুক্ত করেছে আর এত গুরুত্বপূর্ণ এমন একটি রাস্তার বেহাল দশার কারণে প্রতিনিয়ত ঘটছে ছোট থেকে বড় দুর্ঘটনা, বারংবার প্রশাসনের কাছে দরবার করা হলেও রাস্তা সংস্কারে উদ্যোগী হয়নি প্রশাসন, রাস্তা ছাড়াই এর দাবী জানাচ্ছেন গ্রামবাসী থেকে শুরু করে পথ চলতি সাধারণ মানুষ, এখন দেখার বিষয় কান্দি কাটোয়া রাজ্য সড়কের সালার এলাকার এই রাস্তা কবে সংস্কার হয়। রাস্তা বেহাল থাকার কারণে কার্যত খুব উগড়ে দিয়েছেন প্রত্যেকেই। 

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )