ব্যবসায়ী কন্যা খুনের তদন্তে মালদায় ফের ফরেন্সিক দল

ব্যবসায়ী কন্যা খুনের তদন্তে মালদায় ফের ফরেন্সিক দল

তন্ময় মাহারা: মালদা:- ব্যবসায়ী কন্যা খুনের তদন্তে আবার মালদায় আসলো ফরেন্সিক দল। মঙ্গল বারের পর পুনরায় শুক্রবার আম বাজার এলাকায় তদন্তে আসে ফরেন্সিক আধিকারিক চিত্রাখ্য সরকার। ঘটনাস্থলে নমূনা সংগ্রহ শুরু করেছেন তিনি।ইতিমধ্যেই শ্রীকান্ত কেসরী ওরফে সনু নামে ওই ব্যাবসায়েরীর এক আত্মীয় কে গ্রেফতার করেছে পুলিশ। গত কয়েকদিন আগে ই মালদার ইংরেজ বাজারের উত্তর বালুচরের এক ব্যবসায়ী কন্যাকে নিশংসভাবে অপহরণ করে খুনের অভিযোগ ওঠে। এই ঘটনায় তোলপাড় হয় মালদার ইংরেজবাজারসহ গোটা জেলা। মালদায় মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। রাজনৈতিক দল থেকে বিভিন্ন সামাজিক সংগঠন আন্দোলনে নামে। এলাকার মানুষ দফায় দফায় পথ অবরোধ করে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )