লেডিস হোস্টেলে প্রৌঢ়ার মৃত্যু- আসানসোলে চাঞ্চল্য

লেডিস হোস্টেলে প্রৌঢ়ার মৃত্যু- আসানসোলে চাঞ্চল্য

নিজস্ব সংবাদদাতা, আসানসোল-: লেডিস হোস্টেলে এক আবাসিক প্রৌঢ়ার আকস্মিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল আসানসোলে। জানা যাচ্ছে ওই মহিলা আসানসোলের গুপ্তা কলেজের কর্মী বছর ৫৮-র ওই মহিলা আসানসোল দক্ষিণ থানার সুকান্ত ময়দানের কাছে একটি লেডিস হোস্টেলে থাকতেন। আচমকা বিস্ফোরণের শব্দ শুনে হতচকিত প্রতিবেশীরা ছুটে গিয়ে দেখেন ওই মহিলা মৃত অবস্থায় পড়ে আছেন। পরে খবর পেয়ে পুলিশ তার দেহ উদ্ধার করে। মহিলার সঙ্গে থাকা এক সেবিকা বলেন, ওই মহিলা অসুস্থ ছিলেন। তিনি হাসপাতালে ডাক্তার দেখাতে যান। ফিরে আসার পর এই অঘটন ঘটে। পুলিশের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে কোনভাবে আগুন লেগে সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে থাকতে পারে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ফরেন্সিক দল ঘটনাস্থলে আসছে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )