আটক পৃথ্বীরাজের বাবা সহ আরো দুই ব্যক্তি,উদ্ধার আরো একটি চারচাক গাড়ি

আটক পৃথ্বীরাজের বাবা সহ আরো দুই ব্যক্তি,উদ্ধার আরো একটি চারচাক গাড়ি

কৌশিক মুখার্জী: সালানপুর:-

দুর্গাপুরে কোটি টাকা ছিনতাই মামলার অন্যতম অভিযুক্ত পৃথ্বীরাজের বাবা রামনারায়ণ অসওয়াল সহ পৃথ্বীরাজের হিন্দুস্থান কেবেলসের হোটেলের এক কর্মী এবং স্থানীয় এক গ্যারেজ থেকে এক ব্যক্তিকে আটক করলো দুর্গাপুর থানার পুলিশ।তাছাড়া কুসুমকানালি থেকে সাদা রঙের একটি চারচাকা স্করাপিও গাড়ি উদ্ধার করে পুলিশ।জানা যায় এই গাড়িতে করে দিল্লির ব্যাবসায়ীকে রূপনারায়ানপুরে আনা হয়েছিল।তবে এখনো ধরা পড়েনি পৃথ্বীরাজ অসওয়াল এবং অজয় দাস।তাদের বিভিন্ন জায়গায় তল্লাশি করা হচ্ছে বলে জানা যায়।বুধবার দিন দুপুরেই ফকরাডিতে পৃথ্বীরাজের বাড়িতে আসেন রাজ্য ফরেনসিক টিম,দুর্গাপুর থানার পুলিশ এবং রূপনারায়ানপুর ফাঁড়ির পুলিশ সেখান থেকে বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করা হয় এবং বাড়িটি সিল করে দেওয়া হয়।তারপর সেই দল যায় অজয় দাসের বাড়িতে যায় ফরেনসিক টিম এবং পুলিশ সেখানেও কিছু নথিপত্র বাজেয়াপ্ত করে বলে জানা যায়।সেখান থেকে উত্তরামপুর জিৎপুরের নেতাজী কলোনিতে পৃথ্বীরাজের একটি কারখানায় যায় পুলিশ এবং ফরেনসিক দল ও কারখানাটিও সিল করে দেওয়া হয়।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (1 )