আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারটের ওয়েলফায়ার কমিটির পরিচালনায় তৃতীয় বার্ষিক সাধারণ সভা

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারটের ওয়েলফায়ার কমিটির পরিচালনায় তৃতীয় বার্ষিক সাধারণ সভা

কৌশিক মুখার্জী: আসানসোল:- শনিবার পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফায়ার কমিটির উদ্যোগে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারটের ওয়েলফায়ার কমিটির পরিচালনায় রবীন্দ্রভবনে তৃতীয় বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়। এই সভাতে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )