
‘আমাদের পাড়া, আমাদের সমাধান’- উপস্থিত মহকুমা শাসক
রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, রাণীগঞ্জ -:
সরকারি পরিষেবাকে একেবারে তৃণমূল স্তরে পৌঁছে দেওয়ার জন্য গত ২ রা আগস্ট থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের অভিনব প্রকল্প – ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’। দাবি করা হচ্ছে, শুধু এইদেশে নয়, সমগ্র বিশ্বে এই ধরনের কর্মসূচি এই প্রথম নেওয়া হচ্ছে। লক্ষ্য এলাকার বাসিন্দারা যাতে নিজ নিজ এলাকার ছোটবড় সমস্যাগুলো অগ্রাধিকারের ভিত্তিতে সমাধানের জন্য সরাসরি প্রশাসনের সামনে তুলে ধরতে পারেন। এরজন্য মোটামুটি ১৬ টি সাধারণ সমস্যাকে চিহ্নিত করা হয়েছে।
২২ আগস্ট পশ্চিম বর্ধমানের রানীগঞ্জের বল্লভপুর জেলা পরিষদের অন্তভুক্ত আদর্শ হিন্দি বিদ্যালয়ে আয়োজিত এই কর্মসূচিতে মহকুমা শাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য এর উপস্থিতিতে ২৮৮ ও ২৮৯ বুথের বাসিন্দারা নিজ নিজ এলাকার সমস্যা উপস্থিত সরকারি আধিকারিকদের সামনে তুলে ধরেন। সঙ্গে সঙ্গে সেগুলি লিপিবদ্ধ করা হয়।
স্বাভাবিকভাবেই এই কর্মসূচির প্রতি এলাকাবাসীর আলাদা আগ্রহ ছিল। সাধারণ বাসিন্দাদের পাশাপাশি অনেক বিশিষ্ট ব্যক্তি শিবিরে উপস্থিত ছিলেন।
মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে সারা রাজ্যের পাশাপাশি আমাদের আসানসোলেও আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরের আয়োজন করা হয়েছে।এই কর্মসূচি নভেম্বর ৩ তারিখ পর্যন্ত চলবে এই কর্মসূচিটির মধ্যে দিয়ে পাড়ার বিভিন্ন সমস্যার কথা জানাতে পারবেন এলাকার মানুষ । শিবিরের মাধ্যমে মানুষের সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।