মালদায় মানব বন্ধন কর্মসূচি পালন করলেন মহিলা তৃণমূল কংগ্রেসের সদস্যরা

মালদায় মানব বন্ধন কর্মসূচি পালন করলেন মহিলা তৃণমূল কংগ্রেসের সদস্যরা

তন্ময় মাহারা: মালদা:- আমার হাত তোমার হাতে, আমরা সবাই তোমার সাথে-সোমবার এমনটাই স্লোগান তুলে মালদায় মানব বন্ধন কর্মসূচি পালন করলেন মহিলা তৃণমূল কংগ্রেসের সদস্যরা। কর্মসূচি পালনে নেতৃত্ব দিলেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী, জেলা তৃণমূলের সহ সভাপতি বাবলা সরকার, জেলা পরিষদের সভাধিপতি  লিপিকা বর্মন ঘোষ,জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী সাগরিকা সরকার, মহিলা নেত্রী চৈতালী ঘোষ সরকার, প্রতিভা সিং সহ আরও অনেকেই। তাদের নেতৃত্বেই এদিন অসংখ্য মহিলা মালদা শহরের রথবাড়ি মোড় থেকে টানা কয়েক কিলোমিটার এলাকা জুরে রাস্তার একপাশে দাঁড়িয়ে হাতে হাত রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজের জন্য তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এবং আর জি কর কান্ডে দোষীদের দ্রুত শান্তির জন্য তার আন্দোলনকে সমর্থন জানিয়ে তার পাশে থাকার অঙ্গীকার গ্রহণ করেন।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )