
সালানপুর ব্লকে বাদনা পরব উপলক্ষে বস্ত্র বিতরণ
কৌশিক মুখার্জী: সালানপুর:-
সামনেই আদিবাসীদের বাদনা উৎসব।তাই প্রতি বছরের মতই এই বছরেও বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় এবং যুবনেতা মুকুল উপাধ্যাযের নির্দেশে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে আল্লাডির মুচিডি গ্রামে সালানপুর ব্লকের বাসুদেবপুর জেমারি, সালানপুর,দেন্দুয়া, আল্লাডি গ্রাম পঞ্চায়েত প্রায় এক হাজার আদিবাসী মহিলাদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। তাছাড়া ১০টি আদিবাসী ক্লাবের হাতে ফুটবলও তুলে দেওয়া হয়।এদিন অনুষ্ঠানে নিজে উপস্থিত ছিলেন যুবনেতা মুকুল উপাধ্যায়।তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান,ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং,পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাস,পতি মণ্ডল,সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র, ব্লকের এসিএসটি সেলের সভাপতি জয়েস হাসদা,শ্রমিক সংগঠনের সভাপতি মনোজ তেওয়ারি, যুব সংগঠের সভাপতি শচীন নাগ সহ আরো অনেকে।এদিন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান জানান আজ মুখ্যমন্ত্রীর জন্মদিন তাই বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়েই আজকের দিনটি পালন করা হচ্ছে,পাশাপাশি আজকের দিন থেকেই আদিবাসীদের বাদনা পরব উপলক্ষে ব্লক জুড়ে বস্ত্র বিতরন করা হচ্ছে।আজ মুচিডি গ্রামে চারটি পঞ্চায়েতের প্রায় এক হাজার আদিবাসী মহিলাকে নতুন বস্ত্র দেওয়া হলো।
