তৃণমূলের ওয়ার্ড প্রেসিডেন্ট কে মারধর করার অভিযোগে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ গ্রেফতার তিন

তৃণমূলের ওয়ার্ড প্রেসিডেন্ট কে মারধর করার অভিযোগে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ গ্রেফতার তিন

কৌশিক মুখার্জী: কুলটি:- তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে রবিবার আসানসোলের কুলটিতে তৃণমূলের ওয়ার্ড প্রেসিডেন্টকে মারধর করার অভিযোগ উঠেছিলো প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে।মারধরের ভিডিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে।তৃণমূলের ওয়ার্ড প্রেসিডেন্ট মহম্মদ জমীর কুরেসী কে মারধর করার অভিযোগে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর আখতার হোসেন সহ তিনজন কে গ্রেফতার করল কুলটি থানার পুলিশ।ধৃতদের সোমবার আসানসোল আদালতে পেশ করা হবে বলে জানা গেছে।

প্রসঙ্গত, পৌরনিগমের ৬৫ নম্বর ওয়ার্ডের তৃণমূলের ওয়ার্ড প্রেসিডেন্ট মহম্মদ জমীর কুরেসীর বাড়ির সামনে রান্না করার কিছু বাসন রাখা ছিল।সেটা আখতার হুসেন এর নির্দেশে রাখা হয়েছিল বলে অভিযোগ উঠে।এই ঘটনার প্রতিবাদ করায় তৃণমূল ওয়ার্ড প্রেসিডেন্ট মহম্মদ জমীর কুরেসীকে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর আখতার হোসেন মারধর করে বলে অভিযোগ।

খবর পেয়ে ঘটনাস্থলে কুলটি থানার বিশাল পুলিশ বাহিনী পৌচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।এই ঘটনায় প্রাক্তন তৃণমূল কাউন্সিলর আখতার হোসেনকে আটক করে পুলিশ।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )