
সীতারামপুর লোকো ট্যাঙ্ক পাম্পু তালাব ছট ঘাট এর পরিষ্কার- পরিচ্ছন্নতা চলছে জোরকদমে
কাজল মিত্র: কুলটি:- প্রতিবছরের মত এ বছরেও আস্থার মহা উৎসব ছট পূজা সীতারামপুর লোকো ট্যাঙ্ক পাম্পু তালাব ছট ঘাটে অত্যন্ত জাঁকজমক ও ভক্তির সাথে পালিত হয়। আসানসোল রেল বিভাগ সীতারামপুর রেলওয়ে স্টেশনের এটিই একমাত্র ছট ঘাট, যেখানে প্রতি বছর বিপুল সংখ্যক মহিলা, পুরুষ ও শিশুরা এই ছট পূজার জন্য সমবেত হন।
আর তাই এই ছোটঘাট পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে রেল প্রশাসন ও আসানসোল পৌর নিগমের পক্ষ থেকেও জোর কদমে চলছে সাফাইয়ের কাজ।
আদি কর্ণ ফাউন্ডেশনএর আইন উপদেষ্টা, তথা আসানসোল পশ্চিম বর্ধমান জেলা আদালতের সিনিয়র অ্যাডভোকেট মিঃ বিনোদ সিং সোলাঙ্কি বলেন যে রেলওয়ে ইঞ্জিনিয়ারিং বিভাগ ও আসানসোল পৌর কর্পোরেশনের উদ্যোগে শেষ মুহূর্তে সাফ সাফাইয়ের কাজ চলছে জোর কদমে।তিনি জানান আসানসোল পৌর কর্পোরেশন এর মেয়র বিধান উপাধ্যায় মহাশয় এর নির্দেশে যেভাবে এলাকাটি পরিষ্কার পরিচ্ছন্ন চলছে তা প্রশংসনীয়।তিনি মেয়রকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছে এবং চ্যানেলের মাধ্যমে ওই এলাকা আসার জন্য আবেদন জানান ।একই সাথে স্থানীয় কাউন্সিলরকে তাদের সহযোগিতার জন্যও ধন্যবাদ জানান।

