একুশে একুশ

প্রণব মাহাত (কলকাতা)

আরও এমন একুশটা একুশ চাই
একুশে বিপ্লব আসে,একুশে জোয়ার…
একুশ মানেই মুক্ত আকাশ, উতলা প্রেমের বাতাস।
নরম মাটিতে একুশ আসুক, শক্ত মাটিতে একুশ বাঁচুক
পাখির কন্ঠে একুশ জাগুক, নদীর স্রোত একুশে মাতুক
বৃষ্টি ফোঁটা একুশে ভাসুক, সবুজ বনানী একুশে ভিজুক
বজ্র বাহুতে একুশ থাকুক, ফুলের কুঁড়ি একুশে ফুটুক।
আমি একটা একুশের ঝড়ে উড়তে চাই
আমি একটা একুশের বন্যা দেখতে চাই
অসহায় নীরব কন্ঠে ধ্বনিত হোক একুশের গান
প্রতিটি সবুজ হৃদয়ে একুশের ফুল ফুটুক
প্রতিটি তাজা প্রাণ একুশের গন্ধে মাতুক
আমারও বুকে একটা একুশের সুনামী উঠুক
আমি একুশটা একুশ নিয়ে বাঁচতে চাই, তারপর মুক্তি!

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )