বিষ বাক্যের ধোঁয়ায় ক্যান্সার
মহুয়া বিশ্বাস (বনগাঁ, উত্তর চব্বিশ পরগণা)

মস্তিস্কের শিরায় শিরায় অগ্নিদহণ,
হিংস্র পিশাচের সুতীক্ষ্ণ ধারালো থাবায় রক্তক্ষরণ সুস্থ মানবিকতা বোধের;
বিষাক্ত লালার বিষক্রিয়ায় পরিবেশ ও সমাজের
হৃৎপিন্ডে ক্যান্সার,
বিষবাক্যের ধোঁয়ায় কলুষিত মৌন অঞ্চল।
আ্যসিড বৃষ্টির মতো তিক্ত কটুবাক্যের বানে বিদ্ধ করে ক্ষত বিক্ষত করতে চাইছে নরপিশাচের দল।
দানবের রক্তবীজের ভয়ঙ্কর অঙ্কুরোদগমে স্তম্ভিত গোটা বিশ্ব।
বীজের জন্ম যখন কোমল মাটিতে তখন এই মাটি কঠিন হয়ে উঠুক।
রণ হুংকারে ফেঁটে চৌচির হোক শাসকের বক্ষ।
কেঁপে উঠুক বিশ্বের মাটি।
বারবার হি়ংস্রতার কারণে অস্তিত্ব ছিঁড়ে যাচ্ছে
নারীর।
বিধ্বস্ত প্রাণের আর্তনাদে পৃথিবী ভারসাম্য হারাতে বসেছে।
এখনো জাগবেনা মনুষ্য অন্তর?
হে প্রভু জাগো, অমৃত শক্তি ঢালো।
বিষ – বাষ্পের কালো ধোঁয়ার কবল থেকে মুক্ত করো।
বিশুদ্ধ বাতাসে নিঃশ্বাস নেবার সুযোগ দাও।