কেহ নাহি পাবে পরিত্রাণ

গোপা মল্লিক (কলকাতা)

ধর্ম আর রাজনীতির ইঁদুর দৌড়
ঘুণ ধরা সমাজের অবক্ষয়
দুঃসময় গ্রাস করছে চারদিক
বীভৎসতায় কুঁকড়ে থাকা মানুষের ভয়!

শিক্ষা সংস্কৃতির চরম অবমাননা
চলছে বিকৃত মনোস্কাম
দেখি সবই যেন একসূত্রে বাঁধা
যৌনতাই যেখানে শিরোনাম।

কত স্বপ্ন নিয়ে বেঁধেছিলাম বুক
দেখবো আবার নতুন ভোর
বইছে এ কোন মানবিকতার স্রোত
সম্মুখে দেখি অমানিশা ঘোর!

হিংসা দ্বেষ মারামারি হানাহানি
লুঠ, ছিনতাই ত্রাহি ত্রাহি প্রাণ
পাপের কলস কি হলো তবে ভর্তি
কেহ নাহি পাবে পরিত্রাণ!???

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )