
কাজে পূনরায় নিযুক্ত করার দাবি জানিয়ে পিএইচই বোটলিং প্ল্যান্টের সামনে বিক্ষোভ
কৌশিক মুখার্জী: কুলটি:-
দীর্ঘ সাত বছর ন্যূনতম ৩২০০ টাকা মাসিক মজুরিতে পিএইচই বোটলিং প্ল্যান্টে (বোতলজাত পানীয় জল উৎপাদন)আলোক এন্টারপ্রাইজ নামক বেসরকারি সংস্থায় কাজ করার পর পাঁচ শ্রমিককে কাজ থেকে সরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।সেই জায়গায় আলোক এন্টারপ্রাইজের সুপার ভাইজার নতুন শ্রমিক নিয়োগ করবে বলে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা নিয়ে বিক্ষোভে নেমেছে কাজ হারানো পাঁচ শ্রমিক।কাজ হারানো পাঁচ শ্রমিক নাম হলো বিশু দাস,সম্রাট হাঁড়ি,মিলন প্রধান,দীপক বাউরি, কিসন হাঁড়ি।
তাদের দাবি অবিলম্বে পূনরায় তাদের কাজে নিযুক্ত করতে হবে।বকেয়া ৬মাসের বেতন দিতে হবে।তারা আরো গুরুতর অভিযোগ তোলেন আলোক এন্টারপ্রাইজের সুপার ভাইজার তৃণমূল নেতৃত্বের নাম করে বহিরাগতদের কাজে নিযুক্ত করার চেষ্টা করছে।তবে তাদের কাজের কি হবে?তারা এখন কোথায় যাবে।তারা জানান এই নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বেদের জানানোর পরেই তারা বিক্ষোভের পথ বেছে নিয়েছে।তারা জানান যতক্ষণ তাদের পূনরায় কাজে নিযুক্ত করা হচ্ছে তাদের আন্দোলন চলবে।তবে ঘন্টা খানেক আন্দোলন চলার পর ঘটনাস্থলে আসেন পিএইচই তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়নের নেতৃত্বরা ও কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশ এবং পিএইচই কর্তৃপক্ষরা।সবাই মিলে আলোচনার পর বিক্ষোভকারীরা বিক্ষোভ তুলে নেয়।এই প্রসঙ্গে তৃণমূল নেতা তথা সমাজসেবী কল্যাণ ঘোষাল জানান স্থানীয় পাঁচ যুবককে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছিলো,তাই পুলিশ প্রশাসন ও পিএইচই দপ্তরের আধিকারিকরা আসে তারা বলেন আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে।এবং যেহেতু নব্বানে জলের প্রয়োজন তাই এখন যাতে প্রোডাকশন না বন্ধ হয় তাই জল উৎপাদনের কাজ চালু করা হলো।এই প্রসঙ্গে পিএইচই দপ্তরের মেকানিক্যাল ডিভিশন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অনুপম সাহা জানান স্থানীয় শ্রমিকেরা কাজের দাবিতে বিক্ষোভ শুরু করেছিল, তবে যেহেতু নব্বানে জলের প্রয়োজন তাই এখন প্লান্ট চালু করা হলো,পরে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে।