
বাজারে জাল লটারির অবৈধ ব্যবসা রুখতে এবার রাস্তায় নামল বনবহাল ফাঁড়ির পুলিশ
কৌশিক মুখার্জী: অন্ডাল:-
বাজারে জাল লটারির অবৈধ ব্যবসা রুখতে এবার রাস্তায় নামল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের অন্ডাল থানার বনবহাল ফাঁড়ির পুলিশ।সোমবার সকাল থেকেই গাইঘাটা, হরিপুর, বহুলা, সিধুলি এলাকার একাধিক লটারি দোকানে জাল লটারি তল্লাশি চালায় অন্ডাল থানার বনবোহাল ফাঁড়ির পুলিশ।এক লটারি বিক্রেতা জিতেন রুইদাস জানান পুলিশ এসে আমার দোকান,প্যান্টের পকেট ব্যাগ এবং মোবাইল চেক করে তাতে ঝাড়খন্ডরের কোন ছবি বা কোন লটারি পাওয়া যায়নি।আমরা দীর্ঘদিন ধরে রাজ্য লটারি বিক্রি করে আসছি। আরে ঝাড়খন্ড লটারি এর আসার পর থেকে আমাদের লটারি ব্যবসা আগে তুলনায় অনেকটাই ক্ষতের মুখে।আমি বলব পুলিশকে যেন এই ঝাড়খন্ড লটারি বন্ধ করা হয়। আর পুলিশের এই রোগ নিদর্শন দেখে আমি খুবই খুশি আমি চাই যাতে ঝাড়খন্ড লটারি বন্ধ হয়।বিভিন্ন দোকানে তল্লাশি চালানোর পরও পাওয়া যায়নি জাল লটারি। তাহলে কিভাবে বিক্রি হচ্ছে জাল লটারি? না পুলিশি তল্লাশি চালানোর আগেই খবর চলে জাল লটারি কারবারিদের কাছে? এই প্রশ্ন তুলছে এলাকার ডিয়ার লটারি ব্যবসায়ীরা।