রক্তদান শিবিরের আয়োজন করল পুজো কমিটি

রক্তদান শিবিরের আয়োজন করল পুজো কমিটি

সৌভিক সিকদার, রায় রামচন্দ্রপুর, ভাতার-: প্রতিবছর গ্রীষ্মকালে রাজ্যের বিভিন্ন হাসপাতালে রক্তের ঘাটতি দেখা যায়। এক বোতল রক্তের সন্ধানে রুগীর পরিবার দিশাহারা হয়ে পড়ে। বিজ্ঞান আজও মানুষের রক্তের বিকল্প আবিস্কার করতে না পারার জন্য মুমূর্ষু রুগীকে বাঁচানোর জন্য দরকার হয় মানুষের রক্তের। তাই পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসে বিভিন্ন সংস্থা। তাদের উদ্যোগে রাজ্যের বিভিন্ন প্রান্তে আয়োজিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবিরের। গ্রীষ্মকালীন রক্ত সঙ্কট দূরীকরনের লক্ষ্যে ভাতার থানার রায় রামচন্দ্রপুর রক্ষাকালী পুজো কমিটির উদ্যোগে এবং গুসকরা আপন ওয়েলফেয়ার সোসাইটির সক্রিয় সহযোগিতায় ১৫ ই জুন রায় রামচন্দ্রপুরে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। বর্ধমানের একটি বেসরকারি হাসপাতালের ব্লাড ব্যাংক শাখা শিবির থেকে ৫২ ইউনিট রক্ত সংগ্রহ করে। রক্তদাতাদের মধ্যে ৫ জন ছিলেন মহিলা এবং ১০ জন প্রথমবার রক্তদান করে। রক্তদাতাদের উৎসাহ দেওয়ার জন্য শিবিরে উপস্থিত ছিলেন আপন ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক সজ্ঞীব বাছার, রক্ষাকালী পুজো কমিটির পক্ষ থেকে তারাপ্রসাদ মাজি, অরিন্দম মজুমদার, দেবদাস রায় সহ অন্যান্য সদস্যরা এবং রাজ্যের রক্তদান শিবিরের অন্যতম আয়োজক সৌগত গুপ্ত। সৌগত বাবু বললেন, পরিস্থিতি উপলব্ধি করে যেভাবে বিভিন্ন সংস্থা রাজ্যের বিভিন্ন প্রান্তে রক্তদান শিবিরের আয়োজন করে চলেছে তাতে বিষয়টি বেশ উৎসাহব্যঞ্জক। পাশাপাশি নতুন ছেলেমেয়েরা ভয় কাটিয়ে যেভাবে রক্তদান করতে এগিয়ে আসছে তাতে খুব ভাল লাগছে। এরফলে আশাকরি আগামীদিনে রক্তের সঙ্কট অনেকটাই মিটবে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )