গোলপার্ক রামকৃষ্ণ মিশনের আর্ট গ্যালারিতে পাঁচদিন ব্যাপী প্রদর্শনী

গোলপার্ক রামকৃষ্ণ মিশনের আর্ট গ্যালারিতে পাঁচদিন ব্যাপী প্রদর্শনী

বাইজিদ মন্ডল: গোলপার্ক:- গোলপার্ক রামকৃষ্ণ মিশনে মিউজিয়াম আর্ট গ্যালারিতে একটি প্রদর্শনী সংগ্রহশালা আয়োজন করা হয়। পাঁচদিনের শিল্প প্রদর্শনীর আয়োজক নটরাজ আর্ট গ্রুপ জে.সি মেমোরিয়াল ইন্টারন্যাশনাল স্কুল। এদিন শিল্প প্রদর্শনী কর্মশালার উদ্বোধনে উপস্থিত ছিলেন ভারতীয় ও আন্তর্জাতিক শিল্পী সমির আইচ, প্রখ্যাত ভারতীয় ও আন্তর্জাতিক ভিজ্যুয়াল শিল্পী সনাতন দিন্দা,জে.সি মেমোরিয়াল ইন্টারন্যাশনাল স্কুলের ডাইরেক্টর অতনু মন্ডল,বিশিষ্ট শিল্পী মনিকনা উপাধ্যায় ও নটরাজ আট গ্রুপের কর্ণধার কাকলি সাহা প্রমুখ।উদ্বোধনে উপস্থিত বিশিষ্ট জনেরা শিল্পকলা নিয়ে বিস্তারিত আলোকপাত করেন। প্রদীপ প্রজ্জ্বলন করে পাঁচদিনের শিল্প প্রদর্শনীর উদ্বোধন করেন গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার এর মহারাজ। চিত্রশিল্প প্রদর্শন ছাড়াও প্রতিদিন আবৃতি, বই প্রকাশ চিত্রাঙ্গন কর্মশালা এবং প্রতিযোগিতা ইত্যাদি রাখা হয়েছে। শিল্পীদের পুরস্কার বিতরণ আগামী ৬ জুলাই অর্থাৎ চিত্রপ্রদর্শনী কর্মশালার শেষ দিন। নটরাজ আট গ্রুপ প্রদর্শনী সংগ্রহশালা সৃজনশীলতা এই প্রদর্শনীতে শিল্পকর্মগুলো সত্যিই মনোমুগ্ধকর এবং দর্শকদের জন্য একটি নতুন দৃষ্টিকোণ উন্মোচন করেছে।আয়োজনের দক্ষতায় প্রদর্শনীটি সুসংগঠিত ছিল এবং দর্শকদের জন্য একটি মসৃণ অভিজ্ঞতা নিশ্চিত করেছে।”দর্শনার্থীরা প্রদর্শনীতে এসে দারুণ অভিজ্ঞতা লাভ করেছে এবং শিল্পকলার প্রতি তাদের আগ্রহ আরও বৃদ্ধি পেয়েছে।এই ধরনের প্রদর্শনী তরুণ শিল্পীদের অনুপ্রাণিত করবে এবং তাদের শিল্পকর্ম প্রদর্শনের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করবে। প্রায় ১১৭ জন শিল্পী অংশগ্রহণ করেন। মোট ২৬০টি ছবি প্রদর্শিত হয়েছে। এই প্রদর্শনীতে সুদূর সাগরদ্বীপ থেকে জে.সি মেমোরিয়াল ইন্টারন্যাশনাল স্কুলের খুদে পড়ুয়ারাও অংশগ্রহণ করে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )