গরু বোঝাই কন্টেনার আটকালো বিজেপির কর্মীরা

গরু বোঝাই কন্টেনার আটকালো বিজেপির কর্মীরা

কৌশিক মুখার্জী: দূর্গাপুর:- দুপুর একটা নাগাদ বিজেপির একটি দল দুর্গাপুরের মুচিপাড়া থেকে ধাওয়া করে কাঁকসা বাঁশকোপা টোল প্লাজার কাছে একটি কন্টেনারকে আটকায়। কন্টেইনারের পেছন দিক খুলে দেখা যায় তার ভেতরে রয়েছে প্রায় কুড়ি থেকে ২৫ টি গরু। এই গরু গুলি বেআইনিভাবে পাচার করা হচ্ছিল বলে তাদের অভিযোগ। চালক এবং খালাসীর কাছে বৈধ কাগজ দেখতে চাইলে। চালক এবং খালাসী বৈধ কাগজ দেখাতে না পারায়। চালককে গাড়ি থেকে নামিয়ে গণধোলাই দিতে শুরু করে বিজেপি কর্মী সমর্থকেরা। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় বাঁশকোপা টোল প্লাজা সংলগ্ন এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী। উত্তেজিত বিজেপি কর্মী সমর্থকদের হাত থেকে এক কন্টেইনারের চালককে উদ্ধার করে পুলিশ।এদিন পুলিশের সামনেই কন্টেনার টিকে আটকে জয় শ্রীরাম স্লোগান দিতে থাকে বিজেপিও কর্মীরা।পরে কাঁকসা থানার পুলিশ গরু বোঝাই কন্টেনার টিকে আটক করে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )