
“একুশে জুলাইকে” সামনে রেখে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি সভা
কৌশিক মুখার্জী: সালানপুর:-
“একুশে জুলাইকে” সামনে রেখে শুক্রবার শ্রমিক মঞ্চে অনুষ্ঠিত হয় সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি সভা।যেই সভায় উপস্থিত ছিলেন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহম্মদ আরমান,সহ সভাপতি ভোলা সিং, সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মণ্ডল, সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র,ব্লকের মহিলা সভানেত্রী অপর্ণা রায়,শ্রমিক সংগঠনের সভাপতি মনোজ তেওয়ারী,যুব সভাপতি শচীন নাগ সহ ব্লকের সমস্ত শ্রেণীর নেতৃত্বরা এবং সমস্ত পঞ্চায়েত প্রধান, উপ প্রধান,সদস্যরা।এদিন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহম্মদ আরমান জানান ১৯৯৩সালে একুশে জুলাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ফটো পরিচয় পত্রের জন্য রাইটস অভিযানের ডাক দিয়েছিলো।সেই অভিযানে আমাদের ১৩জন কর্মী শহীদ হয়েছিলেন।তারপর থেকেই একুশে জুলাই দিনটি শহীদের স্মরণে ধর্মতলা চলো ডাক দেওয়া হয়।কিন্তু এইবারের একুশে জুলাই একটু অন্য রকম কারণ সামনেই ২০২৬ সালের বিধানসভা নির্বাচন।তাই একুশে জুলাই কে সফল করতে ব্লকের সমস্ত নেতৃত্বদের নিয়ে প্রস্তুতি সভা করা হলো।আমাদের তরফে প্রতিটি বুথে ব্যানার,প্রতিটি পঞ্চায়েতে তরণ গেট,দেওয়াল লিখন সহ পথ সভা করা হবে।তাছাড়াও যুব ও মহিলা সংগঠনের তরফে দুটি মিছিল করা হবে।