
দামাগড়িয়া কয়লা খনিতে অবৈধ খননের চেষ্টা রুখল বিসিসিএল কর্তৃপক্ষ
কৌশিক মুখার্জী: কুলটি:- দামাগড়িয়া কয়লা খনিতে অবৈধ খননের চেষ্টা রুখল বিসিসিএল কর্তৃপক্ষ।আসানসোলের কুলটির বিসিসিএলের দামাগড়িয়া কয়লাখনি চত্বরে সাতটি অবৈধ রাট হোল ভরাট করা হল।শুক্রবার বিসিসিএল কর্তৃপক্ষ এবং সিআইএসএফ যৌথভাবে এবং কুলটির চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশের সহযোগিতায় এই রাট হোল গুলো ভরাট করে।দামাগড়িয়ার প্রজেক্ট অফিসার ধর্মেন্দ্র তিওয়ারি জানান দামাগড়িয়া কয়লা খনির আশেপাশে অবৈধ খননের জন্য চেষ্টা করা হয়েছিল।খবর পেয়ে সেগুলি ভরাট করে দেওয়া হয়েছে।তিনি এও জানিয়েছেন অবৈধ খনন রুখতে একটি কমিটি গঠন করা হয়েছে।গত বছরের নভেম্বর থেকে এখনও পর্যন্ত প্রায় 32 টি অবৈধ খনন ভরাট করা হয়েছে।পাশাপাশি অভিযান চালিয়ে প্রচুর অবৈধ কয়লাও বাজেয়াপ্ত করা হয়েছে।আগামীতেও এই অভিযান প্রতিনিয়ত চালানো হবে।
CATEGORIES আসানসোল