
চুরুলিয়া নজরুল একাডেমি ঐতিহ্য রক্ষায় গ্রামবাসীর প্রতিবাদ
কৌশিক মুখার্জী: চুরুলিয়া:-
পশ্চিমবঙ্গের চুরুলিয়ায় অবস্থিত কাজী নজরুল ইসলামের জন্মভূমির নজরুল একাডেমি কবির স্মৃতি ও সাহিত্যের এক অনন্য কেন্দ্র। এই একাডে মির মিউজিয়ামে সংরক্ষিত কবির ব্যবহৃত জিনিসপত্র সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে স্থানান্তরের উদ্যোগের প্রতিবাদে স্থানীয়রা সরব হয়েছেন। গতকাল এই বিষয়ে এক সাংবাদিক সম্মেলনে কবির ভ্রাতুষ্পুত্র কাজী আলি রেজা তীব্র ক্ষোভ প্রকাশ করেন।কাজী আলি রেজা জানান, ইতিমধ্যে একটি গাড়িতে করে কবির কিছু স্মৃতিচিহ্ন সরিয়ে নেওয়া হয়েছে। তবে গ্রামবাসীরা বাকি জিনিসপত্র সরানোর প্রচেষ্টায় বাধা দিয়েছেন। তিনি বলেন, “চুরুলিয়া নজরুল একাডেমি শুধু একটি স্থান নয়, এটি কবির স্মৃতি ও ভাবনার প্রতীক। এখানে সারা বিশ্ব থেকে মানুষ এসে কবির জীবন ও কর্মের সঙ্গে পরিচিত হন। এই মিউজিয়ামের জিনিসপত্র সরিয়ে নিলে চুরুলিয়ার ঐতিহ্য ও আবেগের মর্যাদা ক্ষুণ্ন হবে।”চুরুলিয়া নজরুল একাডেমি কবির জীবন, সাহিত্য ও সংগ্রামের স্মৃতি ধরে রেখেছে। এখানে সংরক্ষিত জিনিসপত্রের মধ্যে রয়েছে কবির ব্যবহৃত বিভিন্ন দ্রব্য, যা তাঁর সৃজনশীল জীবনের সাক্ষ্য বহন করে। স্থানীয়রা জানান, এই এ কাডেমি তাঁদের কাছে এক পবিত্র তীর্থস্থান, যা কবির স্মৃতিকে চিরজাগ্রত রাখে।গ্রামবাসীরা দৃঢ়ভাবে ঘোষণা করেছেন, কোনোভাবেই কবির স্মৃতিচিহ্ন চুরুলিয়া থেকে সরতে দেওয়া হবে না। এই ঘটনায় প্রশাসন বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এই বিষয়ে আগামী দিনে আরও আলোচনা ও পদক্ষেপের সম্ভাবনা রয়েছে।