
যুবতীর রহস্যজনক মৃত্যুকে ঘিরে উত্তেজনা, আটক দুই
কৌশিক মুখার্জী: কুলটি:-
এক যুবতীর রহস্যজনক মৃত্যুকে ঘিরে উত্তেজনা। একটি কুয়ো থেকে ওই যুবতীর মৃতদেহ উদ্ধার হয়। পরিবারের লোকেদের অভিযোগ খুন করা হয়েছে ওই যুবতীকে। এ ঘটনায় এখনো পর্যন্ত দুজনকে আটক করেছে পুলিশ। নিয়ামতপুর পুলিশ ফাঁড়িতে নিয়ে এসে বিক্ষোভ দেখায় মৃত কিশোরীর পরিবারের লোকেরা।
পরিবারের লোকেরা জানিয়েছেন মৃত কিশোরীর নাম মনিকা মন্ডল। কুলটি থানার নিয়ামতপুর লাইনপাড়া এলাকার বাসিন্দা। ৬১ নম্বর ওয়ার্ড। অভিযুক্ত শুভম বাউরির সঙ্গে ওই যুবতীর সম্পর্ক ছিল। কয়েকদিন আগে তার সঙ্গে ঝামেলা হয়। তারপরেই ঘটে এই ঘটনা। অভিযুক্তরা ঐ যুবতীর প্রতিবেশী। বাড়ির ঢিল ছোড়া দূরত্বের একটি পরিত্যক্ত কুয়ো থেকেই মেলে মৃতদেহ।
জানা গেছে গভীর রাতে ওই যুবতী বাড়ি থেকে বেরিয়েছিল। তারপর আর বাড়ি ফেরেনি। পরিবারের লোকেরা খোঁজ খবর শুরু করলে। পরদিন বাড়ির ঢিল ছোড়া দূরত্বে, ওই পরিত্যক্ত কুয়ো থেকে মেলে মৃতদেহ। কুলটি থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।