সমুদ্র

সারদা ভট্টাচার্য  (কলকাতা)

আনন্দ,আতিশয্য, বিরহ , সুখের ফর্দ নিয়ে দেখা হয়েছিল তোমার সাথে সেদিন
ঘুম চুরি করা রাতে —
যদিও তুমি ফিরেও তাকাও নি ,
আমার চোখ কিন্তু স্বপ্নের আস্তরণ ভেদ করে এগিয়ে চলেছিল
যত’দূর দৃষ্টি যায়
আমার অস্তিত্বের আনাচে কানাচে তখন তোমাকেই খুঁজছিল আমার দ্বিতীয় সত্তা …

জানো! তুমি না একটুও বদলাও নি —
একই সীমাহীন যাত্রাতে মুক্ত গতিময় ,
শুধু আমার থেকে দূর, হাজার স্মৃতির আড়ালে
স্বপ্নের কোলাজে বেলাশেষের আফসোস হয়েই থেকে
গেলে আজও !

আচ্ছা! ঐ রামধনু রঙ এখনও গায়ে মাখো তুমি ?
তোমার বুকের ঢেউ পাহাড় ডিঙিয়ে না বলা সব অভিমান আজও জড়ো করে?
ঘূর্ণি ওড়ায় পায়ে ?
দৃশ্যপট হয়ে ফেরে তোমার উজানে পা- ডোবানো কোন একদিনের এক আমার সকাল ?

হয়তো ঠিক’ই দেখা হবে আবার অন্য কোথাও কোন এক দিন !
শেষ বিকেলের সূর্য নিঃশব্দে যেদিন আড়াল হবে!
সেদিন হয়তো তোমার শব্দরা প্রতিধ্বনি তুলে আমার না বলা কথা সব বলে দেবে …
অনায়াসে অবলীলায় মিশে যাবে হৃদয়ের স্পন্দনে আর একাকীত্বে …
শুধু সেদিন
আমাকে মিশিয়ে নিও তোমার বুকের তরঙ্গে
তোমার জলকণা করে …..

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )