নিয়ামতপুরে যুবতী খুনের রহস্য: ফরেনসিক দলের নমুনা সংগ্রহ

নিয়ামতপুরে যুবতী খুনের রহস্য: ফরেনসিক দলের নমুনা সংগ্রহ

কৌশিক মুখার্জী: কুলটি:-


আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত প্রিয়ালাইনপার এলাকায় এক যুবতীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় তদন্ত ত্বরান্বিত করেছে পুলিশ। গত ৬ জুলাই থেকে নিখোঁজ ছিলেন ওই নাবালিকা। ৮ জুলাই বিকেলে স্থানীয় বাসিন্দা শুভম বাউরির বাড়ির পাশে একটি পরিত্যক্ত কুয়ো থেকে তার মৃতদেহ উদ্ধার করে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। ঘটনাস্থল থেকে মৃতার চটি উদ্ধার হওয়ায় নিহতের পরিবার শুভমের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে। ঘটনার তদন্তে নেমে পুলিশ ১০ জুলাই শুভম বাউরি ও তার ভাই রোহান বাউরিকে গ্রেপ্তার করে। আসানসোল আদালতে পেশ করা হলে তাদের ৭ দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর ১টায় ঘটনাস্থলে পৌঁছে ফরেনসিক দল। কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশের উপস্থিতিতে তারা পরিত্যক্ত কুয়ো ও আশপাশের এলাকা থেকে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে। এই নমুনা তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র সরবরাহ করবে বলে মনে করা হচ্ছে। এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। নিহতের পরিবার ন্যায়বিচারের দাবি জানিয়েছে, এবং স্থানীয়রা এই নৃশংস ঘটনার বিচার দাবি করছেন। পুলিশ সূত্রে জানা গেছে, ফরেনসিক রিপোর্ট প্রাপ্তির পর মামলার পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে। তদন্তকারী দল ঘটনার পেছনের প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। এই ঘটনা নিয়ে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )