
নিয়ামতপুরে গাছ পড়ে যানজট ও বিদ্যুৎ বিপর্যয়, সময়মতো উদ্ধার কাজে স্বস্তি
কৌশিক মুখার্জী: কুলটি:-
গতকাল রঘুনাথপুর শ্যাম স্টিল থেকে সিলকো ম্যাঙ্গানিজ বোঝাই একটি ট্রাক হলদিয়া ডকের উদ্দেশে যাওয়ার পথে নিয়ামতপুর নিউ রোডে একটি অপ্রত্যাশিত দুর্ঘটনার কবলে পড়ে। রাস্তার পাশে থাকা একটি বড় গাছ হঠাৎ ট্রাকের উপর ভেঙে পড়ে। চালক তৎক্ষণাৎ গাড়ি থামিয়ে নেমে পড়েন, ফলে কোনো প্রাণহানি হয়নি। তবে, এই ঘটনায় নিয়ামতপুর নিউ রোড থেকে চিত্তরঞ্জন গামী রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। গাছটি পড়ার সময় রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটির ক্ষতি হওয়ায় আশপাশের বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ, নিয়ামতপুর সাব ট্রাফিক পুলিশ এবং রাজ্য বিদ্যুৎ দফতরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় গাছটি কেটে সরানোর কাজ শুরু হয়। প্রায় দুই ঘণ্টার অক্লান্ত পরিশ্রমের পর রাস্তা থেকে গাছের ধ্বংসাবশেষ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। একই সঙ্গে বিদ্যুৎ দফতরের কর্মীরা ক্ষতিগ্রস্ত খুঁটি মেরামত করে বিদ্যুৎ সরবরাহ পুনর্বহাল করেন। স্থানীয় বাসিন্দা রামেশ্বর মণ্ডল জানান, “পুলিশ ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।” কুলটি থানার এক আধিকারিক জানিয়েছেন, এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই, তবে ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে রাস্তার পাশের পুরনো গাছগুলির রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়েছে। এই ঘটনা যানজট ও বিদ্যুৎ বিপর্যয়ের মতো সমস্যা সৃষ্টি করলেও, প্রশাসন ও স্থানীয়দের তৎপরতায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়।