আব্বুলিশ
অদিতি চক্রবর্তী (কলকাতা)

হাতের মুঠোয় কন্যে সেদিন তোর ছিলনা দিন
রাত্রি কঠিন আস্তরণে গহন চেনার ঋণ
অগ্নিশিখায় বুকে কিছু উল্কি কেটেছিস
আব্বুলিশ
দুপুর রোদে একলা যোনী বাউণ্ডুলে ঘাসে
কর্ষণেতে মাতৃভূমি হর্ষে দানব চষে
আশালতা ইমান খুইয়ে ফরমান দেগে দিস
আব্বুলিশ
সময় ঘণায় ঘড়ির কাঁটায় কাজল অশ্রুনদী
সব দস্যুর পুরুষ জন্ম খাক্ হয়ে যায় যদি
তখন মেয়ে তোর শরীরে কস্তূরী মেখে নিস
আব্বুলিশ
মনুর দেশে কামদুনি আছে,আছে বারাসত,দিল্লী
মোমবাতি হাতে মিছিল আছে, আছে নখে দাঁতে বিল্লি
খিল্লি নামক ক্ষতিপুরণে প্রমাণ সাজিয়েছিস
আব্বুলিশ
জোর করে চোখ বন্ধ রেখে কার তরফে যুদ্ধ আসে?
মাও যদি ধর্ষিতা হন বাপেরবাড়িতে আশ্বিন মাসে!
দেয়ালজোড়া ক্যালেণ্ডারে দোহাই লিখে নিস
আব্বুলিশ
CATEGORIES কবিতা