
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু, শোকে স্তব্ধ পরিবার
কৌশিক মুখার্জী: সালানপুর:-
সালানপুর ব্লকের আছড়া পঞ্চায়েতের আছড়া গ্রামে এক হৃদয়বিদারক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন শিখা মাজি নামে এক গৃহবধূ। আজ সকাল প্রায় সাড়ে এগারোটার দিকে বাড়ির জলের প্রয়োজনে পাম্প চালাতে গিয়ে সুইচবোর্ডে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। ঘটনার তাৎক্ষণিকতায় পরিবারের এক সদস্য বিদ্যুতের প্রধান সংযোগ বিচ্ছিন্ন করেন। এরপর শিখাকে দ্রুত কুলটির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়, এবং তাকে মৃত ঘোষণা করা হয়।এই আকস্মিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে শিখার পরিবারে। তার স্বামী মানিক মাজি, যিনি স্থানীয়ভাবে ইট-বালি সরবরাহের কাজের সঙ্গে যুক্ত, এই অপূরণীয় ক্ষতিতে গভীরভাবে মর্মাহত। দম্পতির দুই কন্যাসন্তান রয়েছে।
গ্রামের বাসিন্দারাও এই মর্মান্তিক ঘটনায় শোকাহত।