
সিলিকোসিস রোগীর ক্ষতিপূরনের দাবিতে কারখানা গেটের সামনে বিক্ষোভে পরিবারের সদস্যরা
সংবাদদাতা: সালানপুর:- সালানপুর থানার মাধাইচক এলাকার ডিএমসি নামক বেসরকারি পাথর ডাস্ট করার কারখানায় পাতাল ফুলবেড়িয়া গ্রামের ৫১ বছরের সরেন বাউরি কাজ করে সিলিকোসিস রোগে আক্রান্ত হয়েছে বলে পরিবারের লোকজনের অভিযোগ করেন। সেই আক্রান্ত ব্যক্তির ক্ষতিপূরণ ও স্বাস্থ্যপরিসেবার দায়িত্ব পালনের দাবিতে কারখানার সামনে বিক্ষোভ দেখায় পরিবারের সদস্যরা ও স্থানীয় মানুষজনেরা।তারা দাবি জানান সিলিকোসিস রোগে আক্রান্ত সরেন বাউরিকে ২৫লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে।তবে শেষ পর্যন্ত কারখানা কর্তৃপক্ষ এবং স্থানীয় তৃণমূল নেতাদের সাথে মীমাংসার মাধ্যমে কারখানা কর্তৃপক্ষ ৪লক্ষ টাকা ক্ষতিপূরনের জন্য রাজি হয় বলে জানান পরিবারের সদস্যরা।তবে এই প্রসঙ্গে সাংবাদিকদের সাথে কথা বলেননি কারখানা কর্তৃপক্ষ।তাকে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের সাথেও দূর ব্যাবহার করেন।উল্টো পরিবারের সদস্যদের তিনি হুমকি দেন, এই খবর সংবাদ মাধ্যমে বার হলে তিনি ক্ষতিপূরণ দেবেন না।তবে জেলা শাসক এস.পোন্নম বলম জানান আক্রান্ত সরেন বাউরিকে সরকারি ক্ষতিপূরণ ও তার স্বাস্থ্য পরিষেবা রাজ্য স্বাস্থ্য দপ্তর দেখবে।এবং ওই কারখানার পরিচালনার বিষয়ে তদন্ত করা হবে।