
৪২ কেজি গাঁজা উদ্ধার, আটক তিন
কৌশিক মুখার্জী: আসানসোল:- আসানসোল সাউথ থানার অন্তর্গত কুলটির জিটি রোডের ধারে কাঁকোরসোল এলাকায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের ডিটেকটিভ ডিপার্টমেন্ট। গোপন সূত্র থেকে খবর পেয়ে ৩ ব্যক্তি সহ ৪২ কেজি গাঁজা উদ্ধার পুলিশের অনুমান তারা এখানে ডেলিভারি করতে এসেছিল তার মধ্যে গোপন সূত্র থেকে খবর পেয়ে তাদেরকে ধরে ফেলে গোয়েন্দা দপ্তরের আধিকারিকেরা।
CATEGORIES আসানসোল