বৃক্ষরোপণ কর্মসূচি পালন করল স্বেচ্ছাসেবী সংস্থা

বৃক্ষরোপণ কর্মসূচি পালন করল স্বেচ্ছাসেবী সংস্থা

শুভম ঘোষ, আমতা, হাওড়া:-

      একদিকে গ্রীষ্মকালীন তাপমাত্রা অন্যদিকে পাল্লা দিয়ে বাড়ছে বৃক্ষচ্ছেদন। ফলে সমগ্র জীবকুলের পক্ষে বেঁচে থাকাটাই কঠিন হয়ে পড়ছে। এই দুঃসহ পরিস্থিতির হাত থেকে বাঁচার জন্য সমগ্র বিশ্বজুড়ে পরিবেশবিদররা বৃক্ষরোপণ করার পরামর্শ দিয়ে চলেছেন। গতবছরের মত এবছরও এলাকায় সবুজায়নের লক্ষ্যে ও  পরিবেশ রক্ষার মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে এগিয়ে এল তরুনোদয় ফাউন্ডেশন। তাদের  উদ্যোগে এবং রাজ্যের হাওড়া ডিভিশনের বনদপ্তর বিভাগ ও বাগনান হিউম্যান এনিমেল নেচার ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় আমতা ব্লককে দূষণমুক্ত করতে ও অক্সিজেনের ঘাটতি পূরণ করার লক্ষ্যে এলাকার বিভিন্ন প্রান্তে 
‘উদ্গম’ কর্মসূচির মাধ্যমে প্রায় ৩০০ টি চারাগাছ রোপণ করা হয়।

       কর্মসূচির মূল উদ্দেশ্য হলো বৃক্ষ প্রদান, বৃক্ষ রোপন, পরিচর্যা। লক্ষ্য পূরণ করার জন্য তরুনোদয় ফাউন্ডেশনের পক্ষ থেকে  স্থানীয় গাজীপুর বালিকা বিদ্যালয়ের ৩০০ জন ছাত্রীর হাতে ফলের চারাগাছ তুলে দেওয়া হয় এবং সেগুলি রোপণ ও পরিচর্যার পাঠ শিখিয়ে দেওয়া হয়। সংস্থার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী এবং পথ চলতি সাধারণ মানুষ।

       বৃক্ষরোপণ কর্মসূচি পালনের সময় উপস্থিত ছিলেন সংস্থার কর্ণধার তথা সভাপতি তুষার পাঠক, সম্পাদক রনজিৎ দেড়ে সহ সকল সদস্য , বিশিষ্ট সমাজসেবী হেমন্ত দেন, ‘জয়পুর সাহায্যের হাত বাড়িয়ে দাও’ স্বেচ্ছাসেবী সংস্থার সৌরভ মন্ডল, বিশিষ্ট সমাজসেবী দীপঙ্কর দা, ‘প্রয়াস’ সংস্থার সকল সদস্য,বাগনান হিউম্যান এনিমেল এন্ড নেচার সোসাইটির সমর ও তিতাস দা সহ
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রীরা।

       তরুনোদয় ফাউন্ডেশনের সম্পাদক বলেন, ফলের গাছ দেওয়ার কারণ বড় হলে সেই ফলের মাধ্যমে পশুপাখি ও মানুষ সকলেই উপকৃত হবে। আগামীদিনে আমরা চারটে বিধানসভায় বিভিন্ন হাইস্কুলের শিক্ষার্থীদের হাতে ১৫০০ গাছ বিতরণ করব।

        সংগঠনের সভাপতি বলেন, আমরা শুধু পরিবেশ রক্ষার পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের  সামাজিক কাজও চলে। গাছ লাগিয়ে সেগুলি পরিচর্যা বিষয়ে আমরা গুরুত্ব দিই।

       প্রসঙ্গত, এই সংস্থাটি দ্বিতীয় বছরে পদার্পন করলো ও সারাবছর ধরেই বিভিন্ন ধরনের সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )