পানীয় জলের দাবীতে রাস্তা অবরোধ ও ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ 

পানীয় জলের দাবীতে রাস্তা অবরোধ ও ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ 

সংবাদদাতা: কুলটি:-

আসানসোলের পৌর নিগমের  ৬১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আদিনাথ পুইতণ্ডীর স্ত্রী সঞ্চিতা পুইতণ্ডীর নেতৃত্বে পানীয় জলের দাবীতে রাস্তা অবরোধ ও নিয়ামতপুর ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালো এলাকাবাসী। তাদের অভিযোগ যে, দীর্ঘদিন ধরে ৬০ নম্বর ওয়ার্ডের বেশ কিছু এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে। স্থানীয় কাউন্সিলর ও বোরো চেয়ারম্যানকে জানিয়েও কোনো সমস্যা হয়নি। তাই তারা আজ বাধ্য হয়ে রাস্তা অবরোধ করেন। বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর  নিয়ামতপুর ফাঁড়ির পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )