একাকী
ববি সরকার (বারাসত, উত্তর চব্বিশ পরগণা)

একলা পথে চলবি বলে
বেছে নিলি অন্য গলি,
নতুন পথে অনেক মানুষ,
কোথায় তবে একলা হলি !
সেই তো সেই আগের মতোই ,
মিষ্টি মধুর আলাপ যত।
ভাব জমানো কথার বাহার
পুরোনো হলেই দেবে ক্ষত,
এক নিমিষে ভুলিয়ে দেবে
গুলিয়ে দেবে চিন্তাগুলো।
সাজানো সেই ভালোবাসায়
জমবে আবার স্মৃতির ধুলো।
ক্ষণিক হেসে ভালোবেসে,
আবার তো সেই কষ্ট পাবি।
অজান্তেই নতুন করে,
চলতে সে পথ হোঁচট খাবি।
সবাই ভালো নিজের কাছে,
নিজের ভুল কেউ বোঝেনা।
পরিস্থিতি বদলে গেলেই,
সব চেনা মুখ হয় অচেনা।।
CATEGORIES কবিতা