বাস্তব ছোঁয়া মন

মৌ চক্রবর্তী (কলকাতা)

মনের কথা পড়ল ধরা শব্দ বন্ধনে,
আঁখিটি তার বাস্পবিহ্বল নিঠুর ক্রন্দনে।
হাসিটি তার পড়ছে ঝরে
যেন মুক্ত কণা,
সবই আছে, তবুও কেন
একটুকু আনমনা?
গান আছে,কাব‍্য আছে,
প্রেম হৃদয়ময়,
চাইতে পারে হৃদয় মেলে
তবুও যেন ভয়।
গভীর স্বপ্ন চোখে আঁকা
বাস্তব ছোঁয় মন,
হৃদয় জুড়ে ভাবনা কেবল
কে তার আপনজন?
সময় ঘড়ি এগিয়ে চলে
ছন্দ ভাবায় তাকে,
মন কখনো পারবে ছুঁতে
চাইছে মন যাকে?
জীবন জুড়ে গভীর তৃষা
সময় নাড়ছে কড়া,
পাওয়ার ঘরটা পূর্ণ করে
চলে যাবার তাড়া।
কতটুকু ফাঁকি আর কতটুকু বা পূণ্য?
জীবন দেখায় জমার ঘরে
বসে আছে শূণ্য।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )