বৃক্ষরোপণ উৎসব পালন করল বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা

বৃক্ষরোপণ উৎসব পালন করল বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা

সৌপর্ণ দত্ত, দমদম, উত্তর ২৪ পরগণা -: ওদের বয়স মেরেকেটে দুই থেকে সাড়ে তিন বছরের মধ্যে। বিদ্যালয় কর্তৃপক্ষ ওদের কেবল পুঁথিগত শিক্ষায় আবদ্ধ রাখেনি, নিয়মিত পরিবেশ সচেতনতার শিক্ষাও দিয়ে গেছেন। ওরা দমদম ক্যান্টনমেন্টের গোরাবাজার এলাকার জনপ্রিয় 'জ্যাক অ্যান জিল'নামক মন্টেশরী স্কুলের শিক্ষার্থী। সম্প্রতি এইসব ক্ষুদেদের নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ বৃক্ষরোপণ উৎসব পালন করে। শিক্ষিকাদের উপস্থিতিতে বিদ্যালয়ের ভিতরে টবের মধ্যে তারা চারাগাছ রোপণ করে। বিদ্যালয়ের শিক্ষিকারা আগেই তাদের কীভাবে চারাগাছ রোপণ ও সেগুলি পরিচর্যা করতে হয় সেই বিষয়ে আগেই প্রয়োজনীয় শিক্ষা দিয়েছেন। এমনকি বর্তমান পরিস্থিতিতে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে তাদের হাতেকলমে অবহিত করেন। তখন ওদের হাতে ছিল নিজেদের হাতে আঁকা বৃক্ষরোপণ বিষয়ক প্লাকার্ড। বৃক্ষরোপণের সময় ওইসব শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবিকাদের মধ্যে প্রবল উৎসাহ দেখা যায়। স্থানীয় বাসিন্দারাও বিদ্যালয়ের এই উদ্যোগে খুব খুশি। বিদ্যালয়ের অধ্যক্ষা সোমা মুখার্জ্জী বললেন, আমরা আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুঁথিগত শিক্ষার পাশাপাশি পরিবেশ দূষণ সহ বিভিন্ন ধরনের সমাজ সচেতনতামূলক শিক্ষা দিয়ে থাকি। কারণ এই শিশুরাই জাতির ভবিষ্যত। আমাদের বিশ্বাস এদের হাত ধরেই পরিবেশ দূষণ রোধ হবে। প্রসঙ্গত দীর্ঘ ২০ বছর ধরে এই বিদ্যালয়টি তাদের কর্মসূচির মাধ্যমে এলাকার মানুষের প্রশংসা আদায় করে নিয়েছে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )