
বারাবনির জামগ্রামে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির
ফাইনাল এক্সপোজার: বারাবনি:- বুধবার বারাবনি বিধানসভার জামগ্রামের গ্রাম পঞ্চায়েতের শ্যামাপুর গ্রামে আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরের আয়োজন করা হয়েছে। এই শিবিরে উপস্থিত ছিলেন আসানসোল পৌরনিগমের মেয়র তথা বারাবনি বিধানসভার বিধায়ক বিধান উপাধ্যায়, বারাবনি সমষ্টি উন্নয়ন আধিকারিক শিলাদিত্য ভট্টাচার্য, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবাশীষ সরকার, বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ, জেলা পরিষদের সদস্য পূজা মাড্ডি, জামগ্রাম পঞ্চায়েত প্রধান কেশব রাউত, উপ প্রধান রিঙ্কু বাউড়ী, বারাবনি থানার আধিকারিক দিব্যেন্দু মুখার্জি। আদিবাসী সম্প্রদায়ের জনগণ তাদের চিরাচরিত নৃত্যের মাধ্যমে অতিথিদের বরন করা হয়। বুধবার জামগ্রাম পঞ্চায়েতের ১৭২, ১৭৩ ও ১৭৪ নং বুথের বাসিন্দাদের কাছ থেকে জরুরী ভিত্তিক কাজের তালিকা নেওয়া হয়।
CATEGORIES আসানসোল

