জীবন সৈকতে
শোভনা মিশ্র (পুণে, মহারাষ্ট্র)

জীবন সাগরে শুধুই দিকবিভ্রম
চলার পথে ঘুরপাক খাই
নাবিকহারা জাহাজ আমি এক
ঠিকানার কোন সন্ধান নাই ।
পাল মাস্তুল হাওয়ার চক্রে
অকেজো হয়েছে যেন আজ
নিয়ন্ত্রণ নেই কোন আমার হাতে
অধরা থেকে যাবে সব কাজ।
জোয়ারের অনুকূলে ভাগ্য ছেড়ে
বসে আছি তরঙ্গের অপেক্ষায়
প্রতি পল পল বাঁচা মরা যেন
আছি অতলে ডুবার শঙ্কায়।
বহু পথ বাকি সন্ধ্যা নামছে
সাগরের ঢেউ ফেনিল উন্মাদ
প্রলয়ের কালে প্রমাদ গুনবে
আজ যাবে না কেউ বুঝি বাদ।
ক্লান্ত লহর বেলাভূমি ছুঁবে শেষে
মাঝ সমুদ্র তো শান্ত ধীর স্থির
ধৈর্য্য ধরো ক্ষণকাল সাগরের বুকে
ক্ষান্ত করো তব চিত্ত অধীর।
ঠিকানা খুঁজে পাবে একদিন
কিনারায় উঠবে জ্বলে আলো
জীবনে ঘটে এমন বহু অঘটন
কেটে যাবে ঠিক আঁধার কালো।
CATEGORIES কবিতা