
রাধাকৃষ্ণর জন্মদিনে আসানসোল পৌরনিগমের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে
ফাইনাল এক্সপোজার: আসানসোল:- শুক্রবার ৫ই সেপ্টেম্বর ভারতের প্রাক্তন রাষ্রপতি ডঃ সর্ব্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন সারা ভারতে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। শুক্রবার সকালে আসানসোল পৌরনিগমের আশুতোষ হলে রাধাকৃষ্ণর ফটোতে মালা দিয়ে তাকে শ্রদ্ধা জানালেন চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী, মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জী সহ বিশিষ্ট অতিথিরা। ডঃ রাধাকৃষ্ণনের স্মৃতিচারণ করতে গিয়ে চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী জানান ডঃ রাধাকৃষ্ণ ছিলেন বিশিষ্ট শিক্ষক, প্রফেসার, বিজ্ঞানী তিনি ভারতবাসীর কাছে আবেদন করেছিলেন তার জমদিনে ভারতের সব স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয়ের শিষকদের সম্মান জানালে তার প্রতি শ্রদ্ধা জানানো হবে। গান্ধীজীর অনুপ্রেরণায় তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন।
CATEGORIES আসানসোল

