প্রিয় কবি
রাই প্রিয়া (ক্যানিং, দক্ষিণ চব্বিশ পরগণা)

আমি কবি হতে চাই,,,
যে কবিত্ব শুধু তোমার হৃদয়ে পেয়েছে ঠাঁই।
ওগো প্রিয় কবি আমার,, তোমার কলম
মানবিকতার কথা বলে,- অসীম উপলব্ধি তার,
আমিও যে মানুষের তরে কাঁদি,তোমার
মতো করে,
শুধু কলম চলে না আর!
তোমার কলম যখন তপ্ত ময়দানে ক্লান্ত পথে হাঁটে,
বোঝো না কেনো , আমার এ অনুগমন তোমারই সাথে সাথে।
অনুভুতির পাপড়িগুলো ছিঁড়ে ফেলি একে একে,
ক্ষত বিক্ষত হৃদে কেনো যে আর
কলম ওঠে না হাতে।
তোমার কবিতা শ্রমিক মজুরের ঘর্মে সিক্ত হয়,
আমিও যে তোমার কলম কথায় দহন জুড়োতে চাই।
তোমার নবীন সবুজ হৃদয়ে মৃন্ময়ী যে প্রতিমা,
চিন্ময়ী রূপে নিত্য বিরাজে আমার অন্তর সুধায়।
তোমার সজীবতায় সিক্ত হয়ে তোমার নিঃশ্বাসে বিশ্বাসে,
ছুটে যাই মিছে তোমারই পিছে নব অন্বেষে নব বিন্যাসে।
তোমার লেখনী মাধুরী সুধায় তোমাকেই আমার পাওয়া,
চমক ভেঙে কখনও কখনও বাস্তব মুখী হওয়া।
তোমার কলম বৃষ্টি আনে, শিশির ভেজায় প্রাতে,
আমিও যে শিউলির সুবাস নিই,
শুধু কলম চলে না হাতে।
তোমারি অনুভবে সৃজনে সৃজনান্তরে হতে চাই অনুরাগিনি,
সাথে নাও কবি , প্রিয়া যে শুধু তোমারই অনুগামিনী ।
কলম আবেশে হৃদয় বেদিকায় জ্বালাই প্রেমের বাতি,
ঘুচাতে আঁধার প্রেম সমারোহে , অযুত লক্ষ নিযুত কোটি।।