
জেলা দলিল লেখক সমিতির বিশেষ সভা ফলতায়
বাইজিদ মন্ডল: দক্ষিন চব্বিশ পরগনা:- পশ্চিমবঙ্গ দলিল লেখক সমিতির শাখা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা দলিল লেখক সমিতির পরিচালনা ও ফলতা দলিল লেখক সমিতির ব্যবস্থাপনায় শনিবার বেলসিং চার নম্বর বি এন ভিলায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলা দলিল লেখক সমিতির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এখানে উপস্থিত ছিলেন,পশ্চিম বঙ্গ দলিল লেখক সমিতির রাজ্য বর্ষীয়ান সভাপতি গোলাম কুদ্দুস,জেলা বর্ষীয়ান সভাপতি নিরঞ্জন সাহা,দক্ষিন চব্বিশ পরগনা জেলা সম্পাদক সুজাউদ্দিন বৈদ্য,সহ সম্পাদক প্রদীপ কুমার হালদার,জেলা যুগ্মসহ সভাপতি ইয়াকুব আলী, প্রশান্ত কুমার,আবু ওহিদা। সেখ জাকির হোসেন এই সভার সঞ্চালক ও আহ্বায়ক ফলতা দলিল লেখক সমিতি, অমিয় রঞ্জন ঘোষাল,শ্যামল কুমার মন্ডল,কোষাধ্যক্ষ প্রভাত কুমার হালদার, সৈয়দ সানোয়ার আলী,সেলিম উদ্দিন সহ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রতি ব্লক এবং অন্যান্য ব্লকের দলিল লেখক উপস্থিত ছিলেন।আজ দলিল লেখক সমিতির এই আলোচনা সভায় আলোচ্ছ বিষয় ছিল,দলিল লেখকদের জীবন জীবিকা বাঁচানোর জন্য বাস্তবায়ন, বিগত সভার বিবরণ পাঠ ও অনুমোদন,বিবিধ,রাজ্য সংঘঠনের বার্তা দেওয়া সহ দলিল লেখকদের বর্তমান পরিস্থিতি ও সংগঠন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

