
শিক্ষক দিবস উপলক্ষে উর্দ্দু এ্যাকাডেমির সাথে যুক্ত ব্যাক্তিদের সম্মানিত করা হয়েছে
ফাইনাল এক্সপোজার: আসানসোল:- ৫ ই সেপ্টেম্বর সারা ভারতে শিক্ষক দিবস পালন করা হলেও ৬ ই সেপ্টেম্বর আসানসোল পৌরনিগমের পক্ষ থেকে আসানসোল পৌরনিগমের উর্দ্দু এ্যাকাডেমির বিশিষ্ট শিক্ষক, প্রফেসারদের সম্মানিত করা হয়। আসানসোল পৌরনিগমের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক জানান ২০২৫ সালে আসানসোল পৌরনিগম এলাকায় উর্দ্দু মিডিয়াম হাইস্কুল ও প্রাইমারি স্কুল থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মানিত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায়, ডেপুটি মেয়র ওয়াসিমুল হক সহ কলকাতা ও রাণীগঞ্জের বিশিষ্ট অতিথিরা।
CATEGORIES আসানসোল

