বেহায়া বসন্তে

মধুমিতা দে (ডোমজুড়, হাওড়া)

পলাশ কখন রাঙিয়ে দেবে কে জানে,
শিমূল কখন ভাসিয়ে দেবে কে জানে,
মুঠোর ফাগ উড়িয়ে দিয়ে এই বেলায়…
ভুল সুরেতে তাল কেটে যাক ফাল্গুনে।

কোন সে কোন সুদূর হতে দমকা হাওয়া,
উড়িয়ে দিল শীতের সব আলসে ছায়া,
একলা মনে হারিয়ে থাকা উদাসিনী….
বাঁধলো খুঁটে ভালোবাসার গভীর মায়া।

ওই ধূলিতে ঠোঁট চুমেছে ফুল ঝরেছে,
পরাগ রঙে পাগল পানা মন ছুটেছে,
ওগো সখা দেখবে চলো কেমনতর….
কোকিল কন্ঠে মায়াবী কোন বোল ফুটেছে।

গৃহকাজ থাক তবে আজ অপূর্ণতায়,
তোমার চোখে পথ ভুলেই দৃষ্টি হারায়,
জড়িয়ে দিলে বেনীর সাথে পলাশ মালা…
রাধারাণী মন হারালে সে কার দায়?

কিসের টানে আম্র বনে উড়ছে অলি,
বসন্ত রাগ ধরেছে বোধহয় বেহাগ গলি,
অবগুণ্ঠন সরিয়ে তোরা আয় রে ছুটে…
উজাড় করা হৃদয় রঙে খেল রে হোলি।
উজাড় করা হৃদয় রঙে খেলতে হোলি।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )