নিস্তব্ধতা

শিউলি নন্দন (হাটগোবিন্দপুর, পূর্ব বর্ধমান)

একটানা ঝিঁঝিঁ পোকার ডাকের মতো শব্দটা কানের কাছে ক্ষীণ থেকে তীব্র হয়ে উঠতেই আর্তনাদ করে উঠে রিনি দেখলো সে স্বপ্ন দেখছিলো । এই আওয়াজটা আসলে যে কিসের তা আর সে বুঝে উঠতে পারে না । বিছানায় বসে থাকা অবস্থায় সে দেখলো সাদা পোশাক পরা মাথায় সাদা রুমালের মতো বাঁধা একজন মহিলা একটা ট্রেতে করে কিসব নিয়ে এলো । রিনিকে বললো কি হলো উঠে বসলে যে আবার পালানোর ইচ্ছে আছে নাকি ? সেদিনের কথা মনে রেখো তাহলে । 

সেদিন তো রাতের আঁধারে গেট খোলা পেয়ে পালাতে গিয়ে দ্বার রক্ষীরা ধরে ফেললো আর ওই কাঁচের ঘরে কিসব যন্ত্রপাতি মাথায় হাতে পায়ে লাগিয়ে ইলেকট্রিক সুইচ অন করে দিল । উফ্ফ কি জোরে ঝিঁঝিঁ পোকা গুলো চিৎকার করছে । ওদের কেউ মারো ...হ্যাঁ কেউ ওদের মেরেছে সব চুপ নিস্তব্ধ গভীর ঘুমে আচ্ছন্ন ।
CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )