পুজো হোক সবার
অন্তরা চ্যাটার্জ্জী (কলকাতা)

এমন একটা পুজো আসুক
সবার গায়ে নতুন জামা উঠুক,
এমন একটা পুজো আসুক
সবার হাঁড়িতে ভাত ফুটুক,
এমন একটা পুজো আসুক
বন্যা-জলে কেউ না ভাসুক,
এমন একটা পুজো আসুক
সবার মধ্যে বিবেক জাগুক।
এমন একটা পুজো আসুক
সবার পাশে সবাই থাকুক
এমন একটা পুজো আসুক
সবার মুখে হাসি ফুটুক।
CATEGORIES কবিতা

