ঘরের উঠোনে থাকা মোটর সাইকেলে দুষ্কৃতীরা লাগালো আগুন,পুড়ে ছাই মোটর সাইকেল

ঘরের উঠোনে থাকা মোটর সাইকেলে দুষ্কৃতীরা লাগালো আগুন,পুড়ে ছাই মোটর সাইকেল

কৌশিক মুখার্জী: সালানপুর:-

সালানপুর থানার অন্তর্গত জেমারী নতুনপল্লী বাসিন্দা দেবরঞ্জন পালের বাড়িতে গতকাল রাতের অন্ধকারে কিছু দুষ্কৃতীরা গিয়ে উঠোনে দাঁড়িয়ে থাকা বাজাজ কোম্পানির পালসার গাড়িতে আগুন লাগিয়ে দেয় এমনি অভিযোগ করেন দেবরঞ্জন পাল।তিনি জানান গতকাল রাতে প্রায় ১২টা নাগাদ গাড়ির টায়ার ব্লাস্টের শব্দ শুনে তিনি দরজা খুলে দেখেন তার গাড়িতে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষ জনের সহযোগিতা নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা।তিনি আরো বলেন কেউ বা কারা তার দাঁড়িয়ে থাকা মোটর সাইকেলে আগুন লাগিয়েছে।তবে সকালেই সালানপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে বলে জানা যায়।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )