ব্লাক বেল্ট চ্যাম্পিয়ন ও ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নদের সংবর্ধনা

ব্লাক বেল্ট চ্যাম্পিয়ন ও ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নদের সংবর্ধনা

বাইজিদ মন্ডল: দক্ষিন চব্বিশ পরগনা:- রয়েল বেঙ্গল সিটি সেন্টারে ব্লাক বেল্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫ বছরের শুরুতে অনুষ্ঠিত হয়েছিল সেখানে সেইসিংকাই বেস্ট অফ বেস্ট মার্টিয়াল আর্ট অ্যাকাডেমি থেকে ৭ জন ব্লাক বেল্ট চ্যাম্পিয়ন সহ নেতাজি স্টেডিয়ামে ৯ ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল এখানে ইরান,মেক্সিকো,বাংলাদেশ,পাকিস্তান,শ্রীলঙ্কা,নেপাল,তুর্কি সহ মোট ৯ টি দেশ এখানে অংশগ্রহন করেছিলেন। এখানে নেতাজি স্টেবিয়ামে ৯ ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে ২১জন অংশগ্রহন করেছিল। তাদের মধ্যে গোল্ড মেডেল ৯টি,সিলভার মেডেল ৮ টি, ব্রঞ্চ মেডেল ১৩ টি পেয়ে ছিলেন। এদিন সেই সব চ্যাম্পিয়নদের শুভেচ্ছা জানাতে সোনারপুর গোঙ্গাজুয়ারা সেইসিংকাই বেস্ট অফ বেস্ট মার্টিয়াল আর্ট অ্যাকাডেমির পক্ষ থেকে তেহুরিয়া প্রাথমিক বিদ্যালয়ে বেল্ট চেঞ্জ ও রয়েল বেঙ্গল সিটি সেন্টারে ব্লাক বেল্ট চ্যাম্পিয়নদের সংবর্ধনা দেওয়া হয়। এদিন সেই সব চ্যাম্পিয়নদের সংবর্ধনা জানাতে উপস্তিত হয়ে ছিলেন,সিহান কৌশিক বসাক ৫ ডান ব্লাক বেল্ট, সেইসিংকাই বেস্ট অফ বেস্ট মার্টিয়াল আর্ট অ্যাকাডেমির সেনসেই নিতাই মন্ডল ৩ ডান ব্লাক বেল্ট ন্যাশনাল রেফারী এন্ড জজ ন্যাশনাল কোচ,তিহুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জীব নস্কর,প্রাক্তন প্রধান শিক্ষক শক্তিপদ মন্ডল সহ অন্যান্যরা। সংবর্ধনার শেষে সকল ছাত্র ছাত্রীদের অভিভাবকদের সামনে ছাত্রদেরকে প্রশিক্ষণও দেওয়া হয় তারা কতটা তারা শিক্ষা অর্জন করেছে। প্রধান শিক্ষক সঞ্জীব নস্কর তিনি জানান,ক্যারাটে আত্মরক্ষার সঙ্গে শরীর চর্চা হয়,তাই প্রতি স্কুলে ও এলাকায় এলাকায় এমন প্রশিক্ষন খুই প্রয়োজন। ছাত্র সমাজের জন্য এরকম একটা প্রশিক্ষন খুব ভালো জিনিষ,এরকম ভালো কাজের সাথে যুক্ত তাদের পাশে থাকতে আগ্রহী। সেনসেই নিতাই মন্ডল জানান, রয়েল বেঙ্গল সিটি সেন্টারে ৭ জন ব্লাক বেল্ট চ্যাম্পিয়ন হয়েছে এবং নেতাজি স্টেডিয়ামে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে ২১ জন অংশগ্রহন করেছিল তার মধ্যে ৯টি গোল্ড মেডেল,৮ টি ব্রোঞ্চ,১৩ টি সিলভার মেডেল পেয়ে আমার স্বপ্ন অনেকটা এগিয়ে নিয়ে এসেছে আমার ছাত্ররা। আগামীতে আরো ভালো খেলে দেশের বাহিরে গিয়ে সফলতা অর্জন করে দেশ ও রাজ্যের মুখ উজ্জ্বল করুক এটাই আশাবাদী সেনসিংকাই বেস্ট অফ বেস্ট মারটিয়াল আর্ট অ্যাকাডেমির সেন্সেই নিতাই মন্ডল।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )