
কুয়ো থেকে উদ্ধার নিখোঁজ ব্যক্তির দেহ, এলাকায় চাঞ্চল্য
কাজল মিত্র: আসানসোল:- জামুড়িয়া বিধানসভা অন্তর্গত রোটিবাটি পঞ্চায়েতের হনুমান মন্দির সংলগ্ন বাউড়ি পাড়া এলাকায় রবিবার সকালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়রা কুয়ো থেকে দুর্গন্ধ বের হতে দেখে ভিতরে তাকিয়ে দেখেন, কুয়োর জলে একটি দেহ ভাসছে।
খবর পেয়ে রাণীগঞ্জ থানার অন্তর্গত নিমচা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং দমকল বিভাগকে খবর দেয়। দমকল কর্মী ও স্থানীয়দের সহায়তায় দেহটি কুয়ো থেকে উদ্ধার করা হয়।
মৃত ব্যক্তির পরিচয় রোটিবাটি হনুমান মন্দির সংলগ্ন এলাকার বাসিন্দা তপন বাধ্যকর হিসাবে শনাক্ত হয়েছে, যিনি গত দুই-তিন দিন ধরে নিখোঁজ ছিলেন।
মৃতের দাদা সপন বাধ্যকর জানান, তাঁর ভাই কয়েক দিন আগে বাড়ি এসেছিল, তারপর থেকেই নিখোঁজ ছিল। আজ সকালে খবর আসে যে কুয়োতে তাঁর দেহ পাওয়া গেছে।
পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়েছে।
ঘটনায় এলাকায় শোক ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

